রাজস্থলীতে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের জন্য বই উৎসব

112

॥ রাজস্থলী প্রতিনিধি ॥

রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সারা দেশের ন্যায় বই উৎসব উদযাপন উপলক্ষে অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রদের মাঝে বই বিতরণ করা হয়েছে। রোববার সকালে বিদ্যালয়ের সকল শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মাধ্যমে এই উৎসব উদযাপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হাজী শাহজাহান হাওলাদার, সদস্য এবং অত্র ওয়ার্ডে ইউপি সদস্য এমদাদুল হক মিলন, প্রধান শিক্ষক সুইচিং হ্লা মারমা, সহকারি শিক্ষক সাচিংনু মারমা, নাছির উদ্দীন, মংপ্রু মারমা, মোঃ সেলিম, রুম্পা রাণী দেবী, স্থানীয় কারবারি আব্দুল জলিল মোড়ল ও গণমাধ্যম কর্মী হাবীবুল্লাহ মিসবাহ সহ সকল শ্রেণির শিক্ষার্থীরা।