॥ রাজস্থলী প্রতিনিধি ॥
খ্রিষ্টান ধর্মালম্বীদের বড় দিন উপলক্ষে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩১টি গীর্জাকে ৫’শ কেজি করে সরকারি অনুদানের চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় নির্বাহী অফিসারের কার্যলয়ে প্রত্যেকটি গীর্জার প্রতিনিধিদের হাতে এ অনুদান তুলে দেওয়া হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, সাংবাদিক আজগর আলী খান, চাউচিং মারমাসহ সরকারি কর্মকর্তারা।
অনুদান প্রদান কালে শান্তনু কুমার দাশ বলেন, বড় দিন পালনের লক্ষে সরকারের পক্ষ থেকে রাজস্থলী উপজেলার খ্রিষ্টান সম্প্রদায়ের জন্য ১৫.৫ মেট্রিকটন খাদ্য শষ্য প্রদান করা হয়েছে। যারে মধ্য থেকে আজ প্রতিটি গীর্জাকে ৫০০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ধর্মের মানুষের কল্যাণে কাজ করছেন। প্রতিটি মানুষের কাজ-কর্ম বড় দিনের আলোয় আলোকিত হউক।