রাজস্থলীতে মোটরসাইকেলের ধাক্কায় অটোরিক্সা চালক ও যাত্রী গুরুত্বর আহত।

374

|| রাজস্থলী প্রতিনিধি ||

রাঙামাটির রাজস্থলী বাঙালহালিয়া সড়কের বড়ইতলী এলাকায় ৭ জুলাই বুধবার রাত ৯ টায় ব্যাটারীচালিত অটোরিক্সাকে পিছন থেকে আসা মোটর সাইকেলের ধাক্কায় চালক ও যাত্রী গুরুতর আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, দ্রুতগতির একটি মোটর সাইকেল বাঙ্গালহালিয়া মুখী অটোরিক্সাকে পিছন থেকে ধাক্কা দেয়।

এ সময় অটোরিক্সাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায় ঘটনাস্থলে চালক, জয়দেব নাথ (২২) ও যাত্রী পুলু মারমা (২১) গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে পাঠান। উভয়কে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলাঅং মারমা জানিয়েছেন।

এদিকে স্থানীয়রা জানান, মোটর বাইক চালক তীব্রগতিতে বড়ইতলির দিকে যাচ্ছিল। অটোরিক্সা কে ধাক্কা দিলে অটোরিক্সাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে গিয়ে এ সময় ২ জনে প্রচন্ড অাঘাত প্রাপ্ত হন। ঘটনার পর পর মোটর বাইক চালক পালিয়ে যেতে সক্ষম হয়