রাজস্থলীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

87

॥ রাজস্থলী সংবাদদাতা ॥

রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া কাকড়াছড়ি পাড়া এলাকায় চাঁদের গাড়ি ও মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে আরিফ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় তার সঙ্গী গরু ব্যবসায়ী শাহেদ (৫০) গুরুতর আহত হয়। আহতকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় স্থানীয়রা ।

স্থানীয়রা জানায়, শনিবার রাঙামাটির বাঙ্গালহালিয়া ইউনিয়নের কাকড়াছড়ি পাড়ার জাদি এলাকায় মোড় ঘুরতেই কাকড়াছড়ি থেকে আসা চাঁদের গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনার শিকার হন শফিপুর ছালাম মার্কেট এলাকার বাসিন্দা মো.রবি হোসেনের বড় ছেলে নিহত আরিফ। এ সময় তার সাথে থাকা এক গরু ব্যবসায়ী গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ঘটনার সত্যতা স্বীকার করে বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো.নুরুল আমিন জানান, দুপুরের দিকে বাঙ্গালহালিয়া কাকড়াছড়ি এলাকায় মোটর সাইকেল ও চাঁদের গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী নিহত হয়। এতে আরেকজন গুরুতর আহত হলে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার পর পরই চাঁদের গাড়িটি দ্রুত পালিয়ে গেছে। আমরা চাঁদের গাড়ি ও চালককে ধরতে অভিযান পরিচালনা করছি।

এ ব্যাপারে প্রত্যক্ষদর্শীরা জানায় বেপরোয়া গতিতে জিপ চালানোর কারণেই এই দূর্ঘটনা ঘটনা ঘটে। কারণ এর পূর্বেও বেপরোয়া গতিতে জিপ চালানোর কারনে আরও দুর্ঘটনা ঘটেছে।