॥ রাজস্থলী প্রতিনিধি ॥
রাঙামাটি জেলাধীন রাজস্থলী কাপ্তাই জোনের অধীন রাজস্থলী সাবজোন অধিনায়ক মেজর মোহাম্মদ হাসান চৌধুরীর স্থলাভিষিক্ত মেজর মোঃ শেখ নাজমুল আরেফিন দায়িত্বভার গ্রহণ করেছেন।
শনিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় রাজস্থলী সাবজোন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, থানা ভারগপ্রাপ্ত কর্মকর্তা মফজল আহমদ খান, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রুইহলাঅং মারমা, সাংবাদিক আজগর আলী খান, হেডম্যান চোথায়নু মারমা, শহরমুল্লক, ধনরাম কর্মকার শেখ আহমদ, কালা মারমা প্রমূখ।
মেজর হাসান রাজস্থলী সাবজোনের অধিনায়কের দায়িত্ব সুনামের সহিত পালন করেছেন। তিনি বর্তমানে রাঙামাটি রিজিয়নের ব্রিগেড মেজর হিসেবে যোগদান করবেন বলে জানা গেছে।