রাজস্থলীতে হেডম্যান ও কারবারি সম্মেলন অনুষ্ঠিত

351

॥ রাজস্থলী প্রতিনিধি ॥

রাজস্থলী উপজেলায় আনন্দঘন পরিবেশে কাপ্তাই জোন ২৩ ইস্ট বেঙ্গল এর তত্ত্বাবধানে রাজস্থলী সাব জোনের ব্যবস্থাপনায় হেডম্যান ও কারবারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল গাজী মোঃ মিজানুল হক, পিএসসি। প্রধান অতিথি তার বক্তব্যে পার্বত্য চট্টগ্রামের শান্তি- শৃঙ্খলা রক্ষা সহ সকল ক্ষেত্রে সকলের সমান ভূমিকা রয়েছে মন্তব্য করে বলেন, দেশ মাটি ও মানুষের শান্তি রক্ষাসহ অখন্ডতা রক্ষায় সকলকে এক হয়ে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, চলমান করোনা সংকট উত্তরণে স্বাস্থ্যবিধি মেনে চলা ও জনসেচতনতার বিকল্প নেই। এক সময় পাহাড়ের মানুষ অনেক কষ্টের মধ্যদিয়ে জীবন অতিবাহিত করে আসলেও বর্তমানে সময় ও যুগের বিবর্তনে পাহাড়ের সে দৃশ্যপট এখন পাল্টে গেছে। শুধু তাই নয় প্রতিটি পাহাড়ের মানুষের আর্ত সামাজিক উন্নয়ন ঘটছে। বেড়েছে শিক্ষার গুণগত মান । বর্তমান সরকারের পাশাপাশি পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ যে কোন সংকটের পাশে থেকে এ অঞ্চলের জনগোষ্ঠীর সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। একই সাথে শান্তি শৃঙ্খলা নিশ্চিত করে জীবনের গতি ফিরাতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরো বলেন, এলাকার উন্নয়ন যদি চাই তাহলে সন্ত্রাস দমনে সকলের ঐক্যবদ্ধ থাকতে হবে। অস্ত্রধারী সন্ত্রাসী যেই হোক না কেন তাদের প্রতিহত করতে হবে। আঞ্চলিক দল এ পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদল, তাদের প্রতিহত করতে হবে। এ দল মানুষকে ভাগ করে সমস্যা সৃষ্টি করে। তারা দেশের উন্নয়ন চায় না, তারা চায় দেশ কে অন্ধকারে পরিণত করতে। এ দেশ সকলের এ দেশকে কেউ কোন দিন বিচ্ছিন্ন করতে পারবে না। শুধু তাই নয় করোনার সংকটে বাংলাদেশ সেনাবাহিনীর নানা উদ্যােগের কথা উল্লেখ করে দেশের যে কোন ক্রান্তিকালে এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে মন্তব্য করেন প্রধান অতিথি।

রাজস্থলী সাব জোন অধিনায়ক মেজর মনজুর এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আনোয়ার জাহিদ-পিএসসি, নবাগত অধিনায়ক ২৩ ইস্টবেঙ্গল লেঃ কর্ণেল আহাম্মেদ উল্লাহ মজুমদার-পিএসসি, উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা, সহকারি পুলিশ সুপার (চন্দ্রঘোনা সার্কেল) মোঃ আবু ছালেহ, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মফজল আহমদ খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পুচিংমং মারমা সহ দূর-দুরান্ত থেকে আসা হেডম্যান কার্বারী, মেম্বার চেয়ারম্যান ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। সকলের শান্তি, সম্মৃদ্ধি এবং এতদঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।