|| আজগর আলী খান ||
রাজস্থলী উপজেলার ৩ টি ইউনিয়নে ৪০০ শত অসহায় ও দরিদ্র পরিবার পেলো রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মানবিক সহায়তা। মঙ্গলবার (১১ মে) সকাল ৯ টায় উপজেলা খাদ্য গুদাম এলাকায় প্রধান হিসাবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।
এসময় তিনি বিভিন্ন ইউনিয়নের ৪০০ জন অসহায় ও দরিদ্র পরিবার এর হাতে জেলা পরিষদের পক্ষ হতে চাল, ডাল, তেল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী তুলে দেন। এতে গেস্ট অব অনার ছিলেন, জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা।
আরো উপস্থিত ছিলেন- ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পুচিংমং মারমা, মহিলা সভানেত্রী লংবতি ত্রিপুরা সহ অন্যান্য নেতৃেবৃন্দ।