রাজস্থলীর ইউএনও’র বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

403

|| আজগর আলী খান ||

রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক সম্প্রতি পদোন্নতি পেয়ে বান্দরবান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি হয়েছেন। তাই ছেড়ে যেতে হচ্ছে রাজস্থলী উপজেলাকে। বিদায় বেলায় ভালবাসা ও আবেগ মিশ্রিত বিদায়ী সংবধনা দিতে ভুলেনি রাজস্থলী পরিষদ ও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। সোমবার (২৪ মে) সকাল ১১ টায় উপজেলা পরিষদের আয়োজনে রাজস্থলী উপজেলা হলরুমে সংবর্ধনা দেওয়া হয়। এর আগে রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আজগর আলী খানের নেতৃত্বে সকল সদস্যের ভালবাসায় সিক্ত বিদায়ী সংবর্ধনা পেয়েছেন নির্বাহী অফিসার শেখ ছাদেক।

রাজস্থলী উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপার ভাইজার ডাঃ রুইহলাঅং মারমার সঞ্চালনায় ও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা। আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, রাজস্থলী থানার অফিসার ইনচার্জ মফজল আহমদ খান, থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পুচিংমং মারমা, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ পাঠোয়ারী, মহিলা সভানেত্রী লংবতি ত্রিপুরাসহ এনজিও এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এসময় বক্তরা- বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন ও তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন। বিদায়ী ইউএনও শেখ ছাদেক উপজেলায় কর্মরত অবস্থায় সহকর্মী জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দের অনেক রকমের সহায়তা পাওয়ার কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, আমার চাকরির খাতিরে কর্তব্য পালন করতে গিয়ে অনেকজনের কাছে হয়তো খারাপ হয়েছি। আমার কিছু করার ছিল না, সরকারের নির্দেশনা অনুযায়ী আমাকে আমার কর্তব্য পালন করতে হয়েছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী রাজস্থলী উপজেলার জনসাধারণের জন্য যেসকল সাহায্য সহযোগিতার ব্যবস্থা করেছেন তা যথাযথভাবে বাস্তবায়ন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এ ক্ষেত্রে যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কারো প্রতি অন্যায় করে থাকি তাহলে আমাকে সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।