॥ রাজস্থলী প্রতিনিধি ॥
সরকারি ঘোষণা অনুযায়ী বছরের প্রথমেই শিক্ষার্থীদের হাতে বিনামুল্যে পাঠ্য বই তুলে দেওয়াসহ বই উৎসব কর্মসূচী পালন করেছে দুর্গম পার্বত্য রাজস্থলী উপজেলা কমলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা।
বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপিন বড়–য়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা নুরনবী খন্দকার। বই বিতরণ অনুষ্ঠানে একই সাথে ২০১৭ শিক্ষাবর্ষের পাঠদান শুভ সূচনা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ভাই চেয়ারম্যান বলেন, দুর্গম পার্বত্য অঞ্চলে শিক্ষা প্রসারের জন্য সরকার অগ্রনী ভুমিকা রেখেছে। তিনি ছাত্রছাত্রীদের সঠিক জ্ঞান অর্জনে এবং মনোযোগের সাথে পড়াশুনা করার উপর গুরত্ততারোপ করে বলেন আগামী প্রজন্ম সঠিক শিক্ষা পেলে জাতি আরো অনেক দুর এগিয়ে যেতে পারে।