রাজস্থলীর বাঙালহালিয়া হতে পলাতক আসামী আটক

118

॥ রাজস্থলী প্রতিনিধি ॥

রাজস্থলীর ৩নং বাঙালহালিয়া ইউনিয়নের ধলিয়া মুসলিম পাড়া হতে গ্রেপ্তারী পরোয়ানাভূত্ত এক আসামী কে আটক করছে চন্দ্রঘোনা থানার পুলিশ। ৩০ মার্চ সকাল ১০ টায় উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের ধলিয়া মুসলিম পাড়া থেকে নাছের আহম্মদ (৪০) কে আটক করতে সক্ষম হয়।

সে ধলিয়া মুসলিম পাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ সফিউল আজম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রঘোনা থানার পুলিশ এসআই (নিঃ)জিয়াউর রহমান, এএসআই (নিঃ) সাইফুল ইসলাম, এসআই (নিঃ) কিংকর চন্দ্র দাস সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া ধলিয়া মুসলিম পাড়া হইতে নারী শিশু মামলা নং-৭৩/১৯, এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী নাছের আহাম্মদ কে গ্রেফতার করিয়া বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।