|| রাজস্থলী প্রতিনিধি ||
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের কাকড়াছড়ি পাড়া এলাকা হতে ১ কৃষককে অপহরণ হয়েছে বলে জানা গেছে।
এলাকাবাসীর সুত্রে জানা যায়, মঙ্গলবার ১১ মে রাত আনুমানিক ২ ঘটিকার সময় পুচিংমং মারমা (৫৫) নামের ১ কৃষককে অস্ত্রের মুখে অপহরন করে গভীর অরণ্য (পাহাড়ের) দিকে নিয়ে গিয়েছে। ৩ নং বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান নিওমং মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমার ইউনিয়ন হতে ১জন কৃষককে সন্ত্রাসীরা অপহরণ করেছে। তার পরিবার এখনো থানায় অভিযোগ করেনি।
এ ব্যাপারে চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরীর সাথে আলাপ কালে তিনি বলেন, ঘটনা আমি এখনো শুনিনি । যদি কেউ অভিযোগ করে তাহলে অভিযোগের প্রেক্ষিতে আমরা উদ্ধারের চেষ্টা চালাবো।