রাজস্থলীর মিতিংগ্যা ছড়িতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

347

॥ রাজস্থলী প্রতিনিধি ॥

“পুলিশই জনতা, জনতাই পুলিশ” প্রতিপাদ্যে সামনে রেখে রাজস্থলী থানার উদ্যোগে মঙ্গলবার সকালে ১নং ঘিলাছড়ি ইউনিয়নে মিতিংগ্যা ছড়ি এলাকায় বিট পুলিশিং কার্যক্রমের উপর এক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার, রাজস্থলী সার্কেল মোঃ আবু ছালেহ। রাজস্থলী থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেনের সভাপতিত্বে বিট পুলিশ কর্মকর্তা এসআই খোরশেদুল আলম এর সঞ্চালনায় এসময় থানার এসআই আবদু সাত্তার, ইয়াছিন, জিকু শীল, হেডম্যান কার্বারী মেম্বার চেয়ারম্যানসহ স্থানীয় এলাকাবাসীরা উপস্থিত ছিলেন ।

বিট পুলিশিং সভায় উপস্থিত জনসাধারণ সরাসরি বিভিন্ন ঘটনা তুলে ধরে পুলিশের হস্তক্ষেপ কামনা করেন। পরে রাজস্থলী থানার ওসি মোঃ জাকির হোসেন এসব সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করে বলেন, এক্ষেত্রে স্থানীয় জনসাধারণ ও জনপ্রতিনিধিদের সহযোগিতা একান্ত প্রয়োজন। তাদের সহযোগিতা না পেলে এ ধরণের অপরাধ নির্মূল কঠিন হয়ে দাঁড়াবে।

প্রধান অতিথি সহকারি পুলিশ সুপার আবু ছালেহ বলেন, সন্ত্রাসী, ইভটিজিং মাদক পাচার, রোধ সহ সকল অপরাধ নির্মূলে পুলিশ সার্বক্ষনিক আপনাদের পাশে আছে থাকবে। আপনারা আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন, আমরা আপনাদের আইন শৃঙ্খলার পাশাপাশি নিরাপত্তা দিয়ে আসবো।