॥ রাজস্থলী প্রতিনিধি ॥
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া এলাকায় শফিপুর, ইসলামপুর, ও গাইন্দ্যা কাঠাল বাগান এলাকায় বন্যহাতির পাল হানা দিয়ে বিভিন্ন এলাকার লাবাগান, কাঠাল বাগানসহ ফসলাদি তছনছ করে ফেলছে। হাতির ভয়ে জনসাধারণ রাস্তায় চলাফেরা করছে সতর্কভাবে।
স্থানীয় সুত্রে যায়, শনিবার সকাল ৮ টা থেকে ১০-১২টি বন্যহাতির দল বিভিন্ন এলাকায় ঘুরে হানা দেয়। রাজস্থলী চন্দ্রঘোনা সড়কে যান চলাচলে বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজস্থলী থানা অফিসার ইনচার্জ মফজল আহম্মদ খান জানান, লোকালয়ে বন্য হাতির হানার বিষয়টি শুনেছি। তবে এখনো পর্যন্ত কোন জনসাধারনের ক্ষতি হয়নি এবং বিভিন্ন ফসলাদিও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
এ বিষয়ে কাপ্তাই পাল্প-উড বাগান বিভাগের বিভাগীয় কর্মকর্তা সাথে আলাপকালে তিনি বলেন এ সময়ে বন্যহাতি হানা দেয়। তাদের চলাচল রাস্তায় ঘরবাড়ি হওয়াতে তারা তান্ডব চালায়। উল্লেখ্য যে, বনভুমি উজাড় হওয়াতে বন্যহাতির আবাসস্থল শুন্য হওয়ায় লোকালয়ে প্রবেশ করে প্রতিনিয়ত হানা দিচ্ছে। ফলে বন্যহাতির ভয়ে এলাকাবাসী আতঙ্ক বিরাজ করছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য এলাকাবাসী প্রশাসনের নিকট জোড় দাবী জানাচ্ছেন।