রাজস্থলী উপজেলার তিন ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত

193

॥ রাজস্থলী প্রতিনিধি ॥

রাজস্থলী উপজেলার তিন ইউনিয়ন তথ্ গাইন্দ্যা, ঘিলাছড়ি, ও বাঙালহালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্টিত হয়। রাজস্থলী উপজেলার হল রুমে শনিবার (১০ ডিসেম্বর ) বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রাজস্থলী উপজেলা শাখার উদ্যোগে ত্রি – বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি উবাচ মারমার নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের শুভ উদ্বোধন করেন।
উপজেলা শাখার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জনি তালুকদার এর সঞ্চালনায় উপজেলা

স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক জয়নুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের রাজস্থলী উপজেলা শাখার সাধারন সম্পাদক, পুচিংমং মারমা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক শাহাজান, পাইসি মারমা, চেয়ারম্যান আদোমং মারমা, রবার্ট ত্রিপুরা, সহ সভাপতি পুলক বড়ুয়া, পুলক চৌধুরী, শাওয়াল উদ্দিন, বদরুল ইসলাম, করিমুল হক, আনোয়ার হোসেন প্রমুখ। সম্মেলনে প্রধান অতিথি বলেন,

স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন এর মাধ্যমে এমন নেতৃত্ব গড়তে হবে যারা আগামী দিনে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন। তিনি আরও বলেন, এখনও সরকারের উন্নয়ন তহবিলে ৪৬ মিলিয়ন মার্কিন ডলার অর্থ রিজার্ভ রয়েছে, যা পর্যায়ক্রমে দেশের উন্নয়নে ব্যয় হবে।

বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
আজকের এই সম্মেলন থেকে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এই রাজস্থলীতে স্বেচ্ছাসেবক লীগ কমিটি হবে একটি মডেল। মাদকমুক্ত সমাজ গঠনে যা তৃণমূল পর্যায়ে কাজ করে শেখ হাসিনার হাত কে শক্তিশালী করবে। তিনি আরও বলেন আমি আজ পর্যন্ত কোন মাদকাসক্ত ব্যক্তির জন্য সুপারিশ করিনি করবোও না। প্রধান অতিথি শেখ হাসিনার সরকারের ব্যাপক উন্নয়নের কথা তুলে ধরেন, করোনা মহামারী মোকাবিলায় বিনামূল্যে টিকা গ্রহণ নিশ্চিতকরণ, বিভিন্ন ভাতা ও ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি প্রদান, সর্বোপরি ৬৫ বছরের উর্ধ্বে সকল নাগরিকদের পেনশনের আওতায় নিয়ে আসার প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে তাই আগামী নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান। পরে দ্বিতীয় অধিবেশনে উপজেলার তিন টি ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের কমিটির অনুমোদন দেওয়া হয়।