॥ রাজস্থলী প্রতিনিধি ॥
রাঙামাটি রাজস্থলী উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যানের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয় ।
রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশের সঞ্চালনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা ,মহিলা ভাই চেয়াম্যান উচসিন মারমা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলাঅং মারমা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এন জিও গনমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদেরকে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডগুলো সঠিকভাবে পালনের উদ্যোগ গ্রহণ করেন।