॥ রাজস্থলী প্রতিনিধি ॥
রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন শৃঙ্খলা সভা ২৫ নভেম্ব্র বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, এ সময় অন্যান্যের মধ্যে বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক সাংবাদিকবৃন্দগণ উপস্থিত ছিলেন।সভায় বিভিন্ন বিভাগের উল্খাপিত সমস্যাগুলো উপস্থাপন করেন।
উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা এলাকার উন্নয়ন গুলো যথাযথভাবে বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের অনুরোধ জানান।
সভায় আইন শৃঙ্খলা বিষয়ে ওসি মফজল আহাম্মদ খান বলেন, বর্তমানে এলাকার আইন শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। এলাকায় কোন সন্ত্রাসী কর্মকান্ড এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রম বরদাস্ত করা হবে না। দেশের সব মানুষের সর্ব্বো” নিরাপত্তা, শান্তি ও শৃঙ্খলা নজরে রয়েছে।