রাজস্থলী প্রেস ক্লাবের নব নির্মিত ভবন উদ্বোধন

338

|| মোঃ আজগর আলী খান, রাজস্থলী ||

রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলায় সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে নানা শ্রেণী পেশার মানুষের মিলন মেলায় উদ্বোধন করা হয়েছে রাজস্থলী প্রেস ক্লাবের নবনির্মিত ভবন। সোমবার (২১ জুন) দুপুর ১২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে নির্মিত নতুন ভবন উদ্বোধন কালে প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আজগর আলী খানের উপস্থাপনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক।

উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা বক্তব্যে বলেন, সংবাদ মাধ্যম সমাজের আয়না। সাংবাদিকরা সংবাদের মাধ্যমে যদি সঠিক ঘটনা পরিবেশন করে তাহলে সমাজ এগিয়ে যাবে। আর নেতিবাচক সংবাদে সমাজ পিছিয়ে পড়ে। সাংবাদিকরা নেতিবাচক সংবাদ পরিবেশন করেনি বলে আজ সাংবাদিকদের অবস্থান ধরে রাখতে পেরেছে। ফলে সমাজে রাষ্ট্রে সাংবাদিকরা নিজ নিজ পরিচয়ে মুল্যায়ন হচ্ছে। আপনাদের সকলকে উপজেলা পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, থানা অফিসার ইনচার্জ মফজল আহমদ খান, প্রাণীসম্পদ কর্মকর্তা, তোজিদুল ইসলাম, মৎস্য কর্মকর্তা সাবেদুল ইসলাম, সাংবাদিক চাউচিং মারমা, কাইয়ুম হোসেন মিরাজ, সাধারন সম্পাদক চাথোয়ামং মারমা, আইয়ুব চোধুরীসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, এনজিও কর্মী উপস্থিত ছিলেন।