॥ রাজস্থলী প্রতিনিধি ॥
পার্বত্য শান্তিচুক্তি ২৫তম বর্ষপূর্তি ঘিরে শুক্রবার (২ডিসেম্বর) সকাল নয়টায় কাপ্তাই সেনাজোন অটল ছাপ্পান্ন এর অধীনে রাজস্থলী সাবজোনের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ব্যান্ডের তালে তালে ক্যাম্প হতে শুরু করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “ঐক্যের মাঝে শান্তি পাই পাহাড়ি বাঙালি ভাই ভাই”।
এর আগে রাজস্থলী সাব জোন অধিনায়ক ক্যাপ্টেন মামুন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, শান্তির পায়রা ও রঙিন পতাকা উড়িয়ে শান্তি চুক্তির ২৫ বছর পুর্তি উদ্বোধন করেন। আলোচনা সভায় প্রধান অতিথি রাজস্থলী সাব জোন কমান্ডার বলেন, রাজস্থলীর এলাকায় কেউ অশান্তি সৃষ্টি করলে তাদের কে এক বিন্দুও ছাড় দেওয়াা হবে না। সেনাবাহিনী সর্বদা শান্তি, উন্নয়ন ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, পার্বত্য অঞ্চলে বর্তমান সরকার আনাচে কানাচে উন্নয়ন করে চলছে। কেউ উন্নয়নে বাধাগ্রস্ত করলে তাদের ছাড় দেয়া হবে না। সে অস্ত্রধারী হউক আর সন্ত্রাসী হউক। আসুন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে পার্বত্য এলাকায় ঐক্যবদ্ধভাবে কাজ করি বলে উদাত্ত আহ্বান জানান তিনি।
সভায় বক্তব্য রাখেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, থানা অফিসার ইনর্চাজ জাকির হোসেন, চেয়ারম্যান পুচিংমং মারমা, রবার্ট ত্রিপুরা প্রমুখ। এসময় স্কুল শিক্ষার্থী, শিক্ষক, মুক্তিযোদ্ধা, পাহাড়ী -বাঙালীসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে।