॥ রাজস্থলী সংবাদদাতা ॥
কাপ্তাই থানা পুলিশ এর বিশেষ অভিযান চালিয়ে বন মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে আটক করা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা বাস স্টেশন থেকে তাকে আটক করা হয়েছে; আসামীর নাম মো.আব্দুল কে (৩৫)।
গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই থানার ওসি মোঃ আবুল কালামের তত্ত্বাবধানে থানার এসআই আল আমিনের নেতৃত্বে এএসআই মোঃ লিটন মিয়া, রামধন চন্দ্র দাস, হাইসিং মং মারমা ও সঙ্গীয় ফোর্স রাজস্থলী থানা এলাকায় বিশেষ অভিযান চালায়। এসময় বন মামলা নং- ৪/১৫, বন-১৩২/২৩, বন(সাজা)-৪/১৫ এর পরোয়ানা ভুক্ত পলাতক আসামী মোঃ আব্দুল মোতালেব, সাং- কাপ্তাই প্রজেক্ট (ফুলবাগান), থানা/উপজেলা- কাপ্তাই, জেলা- রাঙামাটিকে আটক করা হয়। আটক আসামীকে দ্রুত রাঙামাটি জেলা হাজতে প্রেরন করা হবে।