রাতের আঁধারেও নানিয়ারচর উপজেলা প্রশাসনের সাড়াশি অভিযান

348

।। নানিয়ারচর প্রতিনিধি ।।

কঠোর লকডাউন নিশ্চিতকরণ ও করোনায় জনসাধারণকে সচেতন করতে রাতের আঁধারেও অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে নানিয়ারচর উপজেলা প্রশাসন।

মঙ্গলবার রাতে উপজেলার নানিয়ারচর বাজার, ডাকবাংলা, ইসলামপুর মধ্য পাড়া ও বউ বাজার এবং বগাছড়ি এলাকায় সচেতনতামূলক প্রচারাভিযান এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী।

উপজেলা প্রশাসনের অফিস সহকারী অর্জুন চাকমা জানায়, স্বাস্থ্যবিধি না মানায় ১জন পথচারী ও ৬দোকানিকে ১৮৬০ এর ২৬৯ ধারা অনুযায়ী ২হাজার তিনশত টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও জনসাধারণের মাঝে মাস্ক পরিধান, বিনা প্রয়োজনে বাইরে ঘোরাফেরা থেকে বিরত থাকা ও করোনা সচেতনতায় মাইকিং প্রচারণা চালায় উপজেলা প্রশাসন। এসময় নানিয়ারচর থানার এসআই এবিএম তারেকসহ সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।