রাবিপ্রবিতে জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার সমন্বয় সভা অনুষ্ঠিত

287

॥ স্টাফ রিপোর্টার ॥

দেশের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠেয় জিএসটি (এঝঞ) গুচ্ছভুক্ত ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা রাঙামাটির পর্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা’র সভাপতিত্বে এসমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় ভর্তি পরীক্ষা সংক্রান্ত আইন শৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থাপনা ও কেন্দ্র/ উপকেন্দ্রের পরীক্ষা ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী সিনিয়র কমিশনার রিন্টু বিকাশ চাকমা, পুলিশ সুপারের প্রতিনিধি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন, রাৃামাটি সরকারী কলেজের প্রতিনিধি সহকারী অধ্যাপক শান্তনু চাকমা, মহিলা কলেজের প্রতিনিধি প্রভাষক রুপক খীসা, এনএসআই এর সহকারী পরিচালক রেজওয়ানুল হক, ডিএসবি এর ইমদাদুল হক, রাবিপ্রবি রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা, রাবিপ্রবি প্রক্টর জুয়েল সিকদার, গুচ্ছ পরীক্ষার ফোকাল পয়েন্ট ড. নিখিল চাকমা, সহকারী রেজিস্ট্রার মাহবুব আরা, সহকারী রেজিস্ট্রার কামরুল হাসান, সহকারী রেজিস্ট্রার নৃপেন চাকমা প্রমুখ।

এবারের জিএসটি ভর্তি পরীক্ষায় রাবিপ্রবি’র তত্ত্বাবধানে মোট ৫,২৬৯ জন পরীক্ষার্থী রাঙামাটি শহরের রাবিপ্রবি কেন্দ্রসহ ৪টি উপ-কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নিবে। উপ-কেন্দ্রগুলো হলো রাঙামাটি সরকারি কলেজ, রাঙামাটি সরকারি মহিলা কলেজ, লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ এবং রানী দয়াময়ী ঊচ্চ বিদ্যালয়। আগামী শুক্রবার এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।