॥ সংবাদ বিজ্ঞপ্তি ॥
সি ইউনিটে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগত ভর্তিচ্ছুক পরীক্ষার্থীদের বিভিন্ন সহযোগিতা করে পাশে দাঁড়িয়েছে রাবিপ্রবি ছাত্রলীগ পরিবার। বিশ্ববিদ্যালয়ে দূর-দূরান্ত হতে আগত পরীক্ষার্থীদের সুবির্ধাথে নানা কর্মসূচী সহ বিভিন্ন সহযোগিতামূলক কর্মসূচির আয়োজন করেছে রাবিপ্রবি ছাত্রলীগ নেতৃবৃন্দ।
রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর সরাসরি দিকনিদের্শনায় ও পরামর্শে এ কর্মসূচির আয়োজন করেছেন বলে জানায় রাবিপ্রবি শাখা ছাত্রলীগ।
রাবিপ্রবি ছাত্রলীগ নেতা আকিব মাহমুদ হাসান ও অন্যান্য সকল নেতৃবৃন্দের নেতৃত্বে আজকের এ আয়োজন কর্মসূচী করা হয়। আকিব জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় এ কর্মসূচীর আয়োজন করেছি আমরা। তাছাড়া প্রতিবারের ন্যায় এবারও শহরের বিভিন্ন স্থান হতে শিক্ষার্থীদের যাতায়াত এর জন্য ফ্রী বাস সার্ভিস এর ব্যবস্থা করেছেন রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান।
এছাড়াও শিক্ষার্থীদের এ ধরণের সহযোগিতামূলক কর্মসূচিকে সফল ভাবে বাস্তবায়নের জন্য পরামর্শ ও উপযোগী দিকনির্দেশনা দিয়ে পাশে থেকেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
রাবিপ্রবি ছাত্রলীগ- বিভিন্ন পয়েন্টে স্থায়ী শিক্ষার্থী সহায়তা ও তথ্যকেন্দ্র থেকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ, শিক্ষার্থীদের পরিবহনের সুবিধার্থে বিনামূল্যে জয় বাংলা বাইক সার্ভিসের ব্যবস্থা করা, অভিভাবক ছাউনি’র মাধ্যমে শিক্ষার্থীদের সাথে আগত অভিভাবকদের বিশ্রামের সুব্যবস্থা করা, সুপেয় পানির ব্যবস্থা, পরীক্ষা কেন্দ্র পরিচিতির জন্য ক্যাম্পাসে দিক নির্দেশিত চিহ্ন ও সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োজিত করা, শিক্ষার্থীদের ব্যবহৃত অথচ পরীক্ষা কেন্দ্রে নেওয়ার অনুপযোগী জিনিসপত্র রাখার ব্যবস্থা করা, প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের ও তাদের অভিভাবকদের টয়লেটের ব্যবস্থা করা, মাস্ক, কলম ও আনুষঙ্গিক শিক্ষা উপকরণ বিতরণ করা, প্রয়োজন সাপেক্ষে পরীক্ষার পূর্ব রাতে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের থাকার সুব্যবস্থা করা হয়েছে।
প্রসঙ্গত, বিগত ৩০ জুলাই ও ১৩ আগষ্ট ২০২২ অনুষ্ঠিত এ ইউনিট ও বি ইউনিটের পরীক্ষায় রাবিপ্রবি ছাত্রলীগের সহযোগিতামূলক কার্যক্রম অব্যহত ছিলো।