রাবিপ্রবি কর্মচারী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

163

॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) কর্মচারী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েরছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাঙামাটি  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠভাবে ও উৎসাহ উদ্দীপনার মধ্যে দুপুর ২ থেকে হতে বিকাল ৪ টা পর্যন্ত  কর্মচারী কল্যাণ সমিতি  দ্বি- বার্ষিক সাধারণ নির্বাচন  অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে মোঃ কামাল হোসেন সহ-সভাপতি বর্না চাকমা, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন আলম, সাংগঠনিক সম্পাদক অ্যানভিল চাকমা, সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জল বড়ুয়া, অর্থ সম্পাদক নির্মাল্য চাকমা, দপ্তর সম্পাদক চসিং মং মারমা, প্রচার ও প্রকাশনা সম্পাদক ভুষেণ চাকমা, মহিলা বিষয়ক সম্পাদক আসমা আক্তার, কার্যনির্বাহী সদস্য মোঃ আফছার আলী, হ্লাচাই মারমা এবং চহ্লাপ্রু মারমা নির্বাচিত হয়েছেন। নির্বাচিত এই কমিটি আগামী দুই বছর তাদের দায়িত্ব পালন করবেন।

নির্বাচন চলাকালীন সময়ে পরিদর্শনে করেন রাবিপ্রবি  ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা। এসময় তারা নির্বাচনের উৎসব মুখর পরিবেশ ও নিয়মতান্ত্রিকতা দেখে সন্তোষ প্রকাশ করেন।

নির্বাচিত সদস্যদের ভিসি প্রফেসর ড. সেলিনা আখতার অভিন্দন জানিয়ে গঠনতন্ত্র মেনে কার্যক্রম পরিচালনা করতে ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

রাবিপ্রবি প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা বলেন, জয় পরাজয় সব নির্বাচনে থাকবে। এতে হতাশ না হয়ে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সবাইকে সহমর্মী হয়ে কাজ করতে হবে।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করেন, বিশ্ববিদ্যালযয়ের রেজিস্টার  মোহাম্মদ ইউসুফ। নির্বাচন কমিশনার হিসেবে রাবিপ্রবির প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি জুয়েল সিকদার, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. নিখিল চাকমা ও সহকারী রেজিস্টার (এস্টেট) সেতু চাকমা দায়িত্ব পালন করে সুষ্ঠু ও সুশৃঙ্খল নির্বাচন উপহার দেন।

রাবিপ্রবি কল্যাণ সমিতি নির্বাচনে ফলাফল ঘোষণার সময় ভিসি প্রফেসর ড. সেলিনা আখতারের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার পর তিনি নির্বাচনে বিজয়ীসহ অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় রাবিপ্রবি প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমাসহ  রাবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে নব-নির্বাচিত কমিটির সকল সদস্য, ভাইস চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর, প্রক্টর, রেজিস্টার সহ উপস্থিত সকল শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

প্রসঙ্গত, ২০২০ সালে রাবিপ্রবি কর্মচারী কল্যাণ সমিতির প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এটি সমিতির ২য় নির্বাচন। এই নির্বাচনে নির্বাচিত কমিটি আগামী ২০২৪ সাল পর্যন্ত কার্যকরী থাকবে।