রাবিপ্রবি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত

159

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) কর্মচারী কল্যাণ সমিতির নব নির্বাচিত কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের দীপংকর তালুকদার একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি জুয়েল সিকদার ও সহকারী রেজিস্টার (এস্টেট) সেতু চাকমা।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মোহাম্মদ ইউসুফ এর সভাপতিত্বে ও হিসাব দপ্তরের হিসাবরক্ষক মো. সালাউদ্দীন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন- ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. নিখিল চাকমা, রাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ও সহকারী রেজিস্টার (একাডেমিক) মাহবুব আরা, রাবিপ্রবি কারিগরি সমিতির সভাপতি ও মেডিকেল অফিসার সর্বদর্শী চাকমা।
স্বাগত বক্তব্য রাখেন কর্মচারী কল্যাণ সমিতির সাবেক সভাপতি অমিরাজ দাশ।

এরপরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ও কর্মচারী কল্যাণ সমিতি নির্বাচন ২০২৩ এর প্রধান নির্বাচন কমিশিনার মোহাম্মদ ইউসুফ নবনির্বাচিত কর্মচারী কল্যাণ সমিতির কার্যকরী সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

এসময় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. সেলিনা আখতার নির্বাচিত সদস্যদের অভিন্দন জানান এবং গঠনতন্ত্র মেনে কার্যক্রম পরিচালনা করা সহ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

শপথ গ্রহণের পর ভিসি প্রফেসর ড. সেলিনা আখতার সমিতির নব-নির্বাচিত কার্যকরী সদস্যদের নিয়ে বিশ্ববিদ্যালয়স্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা/কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ২০২০ সালে রাবিপ্রবি কর্মচারী কল্যাণ সমিতির প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার শপথ গ্রহণ করা নির্বাচিত কমিটি আগামী ২ বছর দায়িত্ব পালন করবে।