॥ স্টাফ রিপোর্টার ॥
মরহুম হাজী আহম্মদ মিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। খেলায় লিটল স্টার ক্লাবকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রমজান স্মৃতি। বুধবার বিকেলে রিজার্ভ বাজারের বীর মুক্তিযোদ্ধা শহিদ আব্দুল শুক্কুর স্টেডিয়ামে আয়োজিত ফাইনাল খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রমজান স্মৃতি। দ্বিতীয়ার্ধের শুরুতে লিটল স্টার ১ গোল পরিশোধ করলেও পর পর ২ গোল দিয়ে ৩-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রমজান স্মৃতি।
খেলা পরবর্তী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদ্য বিদায়ী সভাপতি দীপংকর তালুকদার এমপি। বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনছুর আলী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মমতাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাওয়াল উদ্দিন, সদস্য আশিষ কুমার চাকমা নব, মো. আবু তৈয়ব, ওয়াশিংটন চাকমা, জেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক সাংবাদিক মনসুর আহম্মেদ মান্না, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. শাহাজাহান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. হান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামাল স্মৃতির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম।
এসময় অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়ারদের নগদ ৩০ হাজার ও ২০ হাজার টাকা সহ ট্রফি ও মেডেল তুলে দেন। এছাড়াও ম্যান অব দ্যা ম্যাচ, সেরা খেলোয়ার ও সেরা গোলদাতার হাতেও পুরস্কার তুলে দেন অতিথিরা। এসময় আয়োজকদের পক্ষ থেকে অতিথিদের ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।






























