রিজার্ভ বাজারে কাউন্সিলর কাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

105

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটির রিজার্ভ বাজারে ১নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
পৌরসভার প্যানেল মেয়র ও ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. হেলাল উদ্দিনের উদ্যোগে কর্ণফুলী স্পোর্টিং ক্লাবের পরিচালনায় প্রথমবারের মতো ১৭টি দলের অংশগ্রহণে ১নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে।

শনিবার বিকেলে তৈয়্যাবিয়া পাহাড় সংলগ্ন জলেডোবা মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের উদ্বোধন করেন- পৌরসভার প্যানেল মেয়র ও ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. হেলাল উদ্দিন।

তৈয়াবিয়া পাহাড় জামে মসজিদের সভাপতি মো. শুক্কুরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. রুবেল, সমাজসেবক নয়ন বড়–য়া, তৈয়্যাবিয়া পাহাড় গীতা মন্দিরের অর্থ সম্পাদক প্রমিথ কর্মকার। ম্যাচ পরিচালনা করেন সম্ভু বড়–য়া।

অন্যান্যের মধ্যে কর্ণফুলী স্পোটিং ক্লাবের যুগ্ম-সম্পাদক সেকান্দর বাশি, মো. হাসেম, ছোটন বড়–য়া, অর্থ সম্পাদক জোহান রুবেল, সহ-অর্থ সম্পাদক মো. আজাদ, সদস্য আরজু রহমান, বাবু বড়–য়া, মুন্না বড়–য়া, মো. ওসমানসহ ক্লাব টুর্ণামেন্ট সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর টুর্ণামেন্টের প্রথম খেলায় কর্ণফুলী স্পোর্টিং ক্লাব ও ভাই ভাই সংঘ মুখোমুখি হয়। খেলার নির্ধারিত সময়ে বার বার আক্রমণের পরও কোন দল গোল করতে না পারায় ম্যাচটি ড্র হয়।