রিজার্ভ বাজারে প্রেমের অভিমানে যুবকের আত্মহত্যা

383

॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের নাপিত পট্টি এলাকায় রাব্বি (২০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে নিজ ঘরের মধ্যে ওই যুবক আত্মহত্যা করে। পরবর্তীতে বাড়ির লোকজন দেখতে পেরে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

নিহত রাব্বি ওই এলাকার হানিফ মিস্ত্রির ছেলে। পরিবার তার প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় অভিমানে সে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পারিবারিক সূত্র। পারিবারিক সূত্রে জানা যায়, উক্ত যুবকের দীর্ঘদিন যাবত শহরের ভেদভেদিস্থ কলেজ পড়ুয়া এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক চলছিল কিন্তু মেয়েটি রাব্বির চেয়ে বয়সে বড় হওয়ায় পরিবার সম্পর্কটি মেনে না নেওয়ায় অভিমান করে সে আত্মহত্যা করেছে। রাঙামাটি কোতয়ালী থানার ওসি কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।