রিজার্ভ বাজার ট্যুরিস্ট বোট মালিক সমিতির পরিচিতি সভা

2

\ স্টাফ রিপোর্টার \
রাঙামাটির রিজার্ভ বাজার ট্যুরিস্ট বোট মালিক সমবায় সমিতির নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে রিজার্ভ বাজারের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পাঠান মো. সাইদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক তারিকুল আলম জুয়েল, ডিবির ওসি দৌস মোহাম্মদ, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, প্রধান নির্বাচন কমিশনার ইউসুফ চৌধুরী, নির্বাচন কমিশনার আব্দুল শুক্কুর ও সিরাজুল মোস্তফা, আসবাবপত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল শুক্কুর ও আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি মোস্তফা কামাল উদ্দীন। সমিতির সভাপতি রমজান হোসেন রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেজামুল হকের সঞ্চালনায়- সহ-সভাপতি রফিক খোকন, সহ-সাধারণ সম্পাদক মো. আরজু, দপ্তর সম্পাদক জোহান রুবেল, কোষাধ্যক্ষ রাশেদুল ইসলাম, প্রচার সম্পাদক শের আলী, কার্যনির্বাহী সদস্য- নুর আলম, ফারুখুল ইসলাম, সালাউদ্দিন সুমন, মো. ফোরকান ও এমরান হোসেন সোহেল সহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় সমিতির পক্ষ থেকে শহিদ মিনার এলাকায় বাস পার্কিং এর ব্যবস্থা করা সহ পর্যটকদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধিতে উদ্যোগ নেওয়ার দাবি জানান। অতিথিরা দাবির প্রেক্ষিতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।