॥ স্টাফ রিপোর্টার ॥
“সাম্প্রদায়িক সম্পৃতি রিজার্ভ বাজার এলাকার মূলনীতি” প্রতিপাদ্যে রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক, পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিনের নেতৃত্বে রিজার্ভ বাজারের সকল ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে মিছিল ও শান্তি সামাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় রিজার্ভ বাজার লঞ্চঘাট থেকে ব্যবসায়ী ও স্থানীয় জনসারণ বিশাল মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস স্টেশনের দোয়েল চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন।
এসময়- সামিতির সহ-সভাপতি বিমল বড়–য়া, যুগ্ম-সম্পাদক মো. সালাউদ্দিন, ক্যাশিয়ার- আক্তার কামাল, বিশিষ্ট ব্যবসায়ী- নাজিম উদ্দিন, বাপ্পী ত্রিপুরা, প্রকাশ তালুকদার, হারাধন মহাজন ও বিধান চন্দ্র রায় সহ বাজারের ব্যবসায়ী এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
এসময় হেলাল উদ্দিন বলেন- সারা বাংলাদেশের মতো রাঙামাটি জেলাও গুজবের শহরে পরিণত হয়েছে। আপনারা কেউ গুজবে কান দেবেন না। নিজ নিজ প্রতিষ্ঠান খুলে ব্যবসায় পরিচালনা করুন। কোন ধরণের সমস্যা মনে করলে আমাদের জানান রিজার্ভ বাজার ব্যবসায় সমিতি সবার পাশে আছে।