রিজার্ভ বাজার মসজিদ কলোনী সমাজ কল্যাণ সংঘের আত্মপ্রকাশ

354

॥ স্টাফ রিপোর্টার ॥

পারস্পরিক সহমর্মিতা-সহযোগিতা, কলোনীর সোহার্দ্যপূর্ন পরিবেশ সৃষ্টি এবং মাদকমূক্ত সমাজ বির্নিমাণের প্রত্যয় নিয়ে রাঙামাটি শহরের ২নং ওয়ার্ডের রিজার্ভ বাজার মসজিদ কলোনীতে গঠিত হল সমজিদ কলোনী সমাজ কল্যান সংঘ।

শুক্রবার (৮অক্টোবর) বাদ এশা কলোনীস্থ তৈয়বিয়া আইডিয়াল স্কুল মিলনাযতনে রিজার্ভ বাজার জামে মসজিদের পেশ ঈমাম হাফেজ মাওলানা নঈন উদ্দিন আলকাদেরী সাহেবের সভাপতিত্বে কলোনীস্থ স্থায়ী বাসিন্দাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নেজাম উদ্দিন কোম্পানী,রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও রাঙামাটি পৌরসভার সাবেক কমিশনার আনোয়ার মিয়া বানু, রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শফিউল আজম,মোহাম্মদ আলম,ডাঃ মুসফিকুর রহমান মাসুদ, বৈশাখী টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ কামাল উদ্দিন, রাঙামাটি সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শফিউল নেজাম, ২নং ওয়ার্ড আওয়ামীলীগ কমিটির সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন ইমন, মোঃ করিম, সাঈফুল ইসলাম, তাওসিফ মান্নান, তারেকুল ইসলাম, মোঃ তারেক, মোঃ রুবেল, মোহাম্মদ সোহেল সহ কলোনীস্থ প্রত্যেক পরিবার প্রধান ও পরিবার প্রতিনিধিগন।

এ মতবিনিময় সভায় উম্মুক্ত আলোচনায় সম্মানীত উপস্থিতিগন নিজ নিজ মত প্রকাশ করে বলেন, সময়ের চাহিদায় এ রকম সংগঠন গঠন একটি যুগান্তকারী পদক্ষেপ, এর ফলে আমাদের সমাজের সংহতি সৃষ্টি হবে, পরপরস্পরের বিপদ-আপদে একে অন্যের পাশে পাওয়া যাবে। সামাজিক উন্নয়ন সহ সমাজের অনিয়ম ও ব্যভিচার দূরিভুত হবে,ধর্মীয় মুল্যবোধ সৃষ্টির মাধ্যমে মসজিদ কেন্দ্রীক নামে খ্যাত অত্র মসজিদ কলোনীর মর্যদা বৃদ্ধি পাবে।

এছাড়া সর্বসম্মতিক্রমে আগামীতে প্রত্যেক পরিবারের ১জন করে প্রতিনিধি অর্ন্তভুক্তির মাধ্যমে একটি পূর্নাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়। বর্তমানে এ সংগঠনের কার্যক্রম পরিচালনায় ১১ সদস্য বিশিষ্ট একটি এডহক কমিটি গঠন করা হয়।