॥ ইকবাল হোসেন ॥
জেলার রিজার্ভ বাজার নতুন মসজিদ মার্কেটে “মিয়া-বিবি ফ্যাশন” এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (০১ জানুয়ারি) বিকালে “মিয়া-বিবি ফ্যাশন” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হাজী মো. মুছা মাতব্বর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, প্যানেল মেয়র মো. জামাল উদ্দীন।
এবিষয়ে উক্ত প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী মিল্টন বড়ুয়া বলেন, আমি আধুনিক মানসম্মত ডিজাইনের লেডিস-জেন্টস ও বাচ্চাদের কাপড় সংগ্রহ করেছি। তাই আমার প্রতিষ্ঠান “মিয়া-বিবি ফ্যাশন” এ আসলে আশাকরি কেউ নিরাস হবে না। তাই সকলকে তার প্রতিষ্ঠানে আসার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।