॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি শহরের রিজার্ভ বাজার মহসিন কলোনীতে হিলফুল ফুজুল তরুণ সংঘ ও এলাকাবাসীর উদ্যোগে আজিমুশশান ঈদ-এ-মিলাদুন্নবী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদে মাগরিব মহসিন কলোনী এলাকায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান মেহমান ছিলেন- ঢাকার শাহজাহানপুর গাউসুল আজম রেলওয়ে জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আব্দুল মোস্তফা রহিম আল-আযহারী।
হিলফুল ফুজুল ফোরকানিয়া এতিমখানার পেশ ইমাম মাওলানা মুহাম্মদ শফিউল আলম আল-ক্বাদেরীর সভাপতিত্বে বিশেষ বক্তা ছিলেন- নিউ রাঙামাটি রিজার্ভ বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ নঈম উদ্দীন আল-ক্বাদেরী, কাঠালতলী জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ সেকান্দার হোসাইন রেজভী, ইসলামি শায়ের উপস্থাপন করেন- জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী শায়ের মুহাম্মদ মহিউদ্দীন তানভীর।
মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে- ১নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. হেলাল উদ্দীন, মাহফিল কমিটির প্রধান উপদেষ্টা হাজী মো. নুরুল কবির সওদাগর, সভাপতি মো. নাসির উদ্দীন, হিলফুল ফুজুল তরুণ সংঘের সাবেক সভাপতি জালাল আহাম্মদ মিন্টু, মাহফিল কমিটির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, অর্থ সচিব আবু মুছা উপস্থিত ছিলেন।
অন্যানের মধ্যে হিলফুল ফুজুল ফোরকানিয়া এতিমখানার সিনিয়র সহ-সভাপতি মো. জামাল উদ্দীন, মোস্তফা আলম, শাহ ইমরান, মিজানুর রহমান চৌধুরী, মিজানুর রহমান মুন্না, সেকান্দর বাদশা, সৈয়দ মোঃ কপিল উদ্দিন, ইকবাল আহমেদ, মোঃ আশরাফুজ্জামান ইমন সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে আখেরী মোনাজাত ও তবারুক বিতরণের মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিকতা শেষ হয়।