॥ স্টাফ রিপোর্টার ॥
রিজার্ভ বাজার লঞ্চ ঘাট জামে মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে লঞ্চ ঘাট জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী মুহাম্মদ মুছা মাতব্বরের সভাপতিত্বে পবিত্র খতমে কোরআন ও খতমে গাউছিয়া অনুষ্ঠিত হয়। রাতে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা ছিলেন- নারায়নগঞ্জ বাইতুল আমান জামে মসজিদের খতিব মাওলানা শাহ মনিরুল ইসলাম চাঁদপুরী।
বিশেষ বক্তা ছিলেন- কাঁঠালতলী জামে মসজিদের খতিব ও পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ সেকান্দর হোসেন রেজবী, হিলফুল ফুজুল ফোরকানিয়া মাদ্রাসা ও ইবাদত খানার পেশ ইমাম মাওলানা মোহাম্মদ শফিউল আলম আল ক্বাদেরী।
মাহফিলে সভাপতিত্ব করেন লঞ্চঘাট জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম আল ক্বাদেরী। শুভেচ্ছা বক্তব্যে রাখেন লঞ্চঘাট জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এনামুল হক হারুন। সার্বিক সহযোগিতায় ছিলেন মো. সেকান্দর বাদশা, মো. শফিকুল ইসলাম শাহীন, মো. জামাল উদ্দীন, মো. আব্দুল মান্নান, মো. সুজন, মো. আবু মুছা।