রুমায় মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রম বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

138

॥ রুমা সংবাদদাতা ॥

বান্দরবান জেলার রুমায় লীন প্রকল্পের উদ্যোগে মা ও শিশুর স্বাস্থ্য কার্যক্রম বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) দুপুরে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে অনুষ্ঠিত সমন্বয় সবায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বামংপ্রু মারমা।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ও গাইনী বিশেষজ্ঞ ডা. শামসুর নাহার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাসের লীন প্রকল্পের উপজেলা সমন্বয়ক সুইসিং মারমা ও মামণি প্রকল্পের উপজেলা সমন্বয়ক উসুইহ্লা মারমা।

পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিদীপ চাকমার সঞ্চালনায় স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, মামনী ও লীন প্রকল্পের কর্মকর্তা এবং মাঠ পর্যায়ে কর্মচারিনা এতে স্বত;স্ফূর্তভাবে সমন্বয় সভায় অংশগ্রহণ করেন। বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস রুমায় লীন প্রকল্প তদারক করে থাকে।

সভায় মা ও শিশু পুষ্টি, স্বাস্থ্য ও নিরাপদ প্রসব সংক্রান্ত বিস্তারিত আলোচনা করা হয়। পরে মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারিরা গত এক মাসের কার্যক্রমের অগ্রগতি, প্রতিবন্ধকতা ও সফলতার উপর নিজ নিজ প্রতিবেদন উপস্থাপন করা হয়।