লংগদুতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ

84

॥ স্টাফ রিপোর্টার ॥

শনিবার (২১ জানুয়ারি) বিকেলে রাঙামাটির লংগদু উপজেলার বাইট্টাপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে সর্বোস্ব হারানো ৩৫টি পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, রাঙামাটি জেলা শাখা।

সোমবার সকালে বাইট্টা পাড়া বাজারে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু।

এসময় জেলার সাবেক সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দীন, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, লংগদু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বারেক দেওয়ান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হালিম,
জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. নুর নবী, সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক রবিউল হোসেন বাবলুসহ জেলা ও লংগদু উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় দীপন তালুকদার দীপু বলেন- অগ্নিকান্ডে যারা সর্বোস্ব হারিয়েছেন আপনাদের এই ক্ষতি কোন ভাবেই পুষিয়ে দেওয়া সম্ভব না। আমরা দীর্ঘদিন ক্ষমতার বাহিরে, তারপরও সকল দূর্যোগে আমরা সাধ্যমতো সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। তারই ধারাবাহিকতায় আজ ত্রাণ সামগ্রী নিয়ে আপনাদের সাথে দুঃখ ভাগাভাগি করতে এসেছি। তিনি- লংগদু উপজেলায় ফায়ার সার্ভিস স্থাপনেরও দাবী জানান। সংক্ষিপ্ত আলোচনার পরে বিএনপি নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এর আগে প্রধান অতিথিসহ অন্যান্য নেতৃবৃন্দ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের খোঁজ-খবর নেন।