লংগদুতে অগ্নিক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা বিতরণ করলেন এমপি

73

॥ স্টাফ রিপোর্টার ॥

লংগদু উপজেলার বাইট্টাপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেছেন স্থানীয় সংসদ সদস্য দীপংকর তালুকদার। এসময় ৩১জন ক্ষতিগস্তকে নগদ সহায়তা প্রদান করা হয়।

মঙ্গলবার (৩১ জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় উপজেলা বাইট্টাপাড়া বাজার মাঠ প্রাঙ্গনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ সহায়তা, খাদ্য শস্য ও কম্বল বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

লংগদু উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সেলিমের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক বাবুল দাশ বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাবেক ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাতক মোফাজ্জল হোসেন মোল্লা, জেলা আওয়ামীলীগ নেতা ওয়াশিংটন চাকমা, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান, জেলা পরিষদ সদস্য আসমা আকতার, মোঃ আব্দুর রহিম, গুলশাখালী ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, মাইনি ইউপির সাবেক চেয়ারম্যান ফয়েজুল আজিম ফয়েজ প্রমুখ।

এসময় রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেন, এক সময় বাইট্টা পাড়াতে দল করার মানুষ পাওয়া যায়নি, কষ্ট করে করে নেতা কর্মীরা এখানে আওয়ামীলীগকে অনেক সুসংগঠিত করেছে। এখন সাধারন মানুষ আওয়ামীলীগের উপর ভরসা করে। কারন সুখে দুঃখে সাধারন মানুষের পাশে একমাত্র আওয়ামীলীগকেই তারা কাছে পায়।

দীপংকর তালুকদার এমপি আরো বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর পার্বত্য চট্টগ্রামে যোগযোগসহ প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি বলেন, বৈশ্বিক মন্দা কেটে গেলে খুব দ্রুতই নানিয়ারচর ব্রিজের সাথে লংগদুর সড়ক যোগাযোগ উন্নয়ন কাজ শুরুর উদ্যোগ নেয়া হবে এবং উপজেলা ফায়ার সার্ভিস চালুর জন্য দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

আলোচনা সভা শেষে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৩১ জনের মাঝে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা, উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে খাদ্য শষ্য ও কম্বল এবং উপজেলা কাঠ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে নগদ ২ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়।