॥ লংগদু প্রতিনিধি ॥
লংগদুতে রাজনগর (৩৭ বিজিবি) জোনের উদ্যোগে পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে এলাকার শতাধিক অসহায় দুঃস্থ পরিবারের মাঝেউপহার হিসেবে ঈদ সামগ্রী ও চার জন নওমুসলিম পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার ( ২৬ জুন) দুপুরে, উপজেলার রাজনগর ৩৭ বিজিবি ব্যাটালিয়নের মাঠে স্থানীয় সাধারণ মানুষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ও নওমুসলিমদের এ সহায়তা প্রদান করা হয়।
শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও ৪জন নওমুসলিমকে চিকিৎসা সেবার জন্য আর্থিক সহায়তা তাদের হাতে তুলেদেন, রাজনগর জোনের জোন অধিনায়ক লে.কর্নেল শাহ্ মোহাম্মদ শাকিল আলম। এসময় জোনের সহকারী পরিচালক হাফিজুর রহমান সহ ব্যাটালিয়নের বিভিন্ন পদবির অফিসারগণ উপস্থিত ছিলেন।
জোন অধিনায়ক লে.কর্নেল শাহ্ মোহাম্মদ শাকিল আলম সকলের উদ্দেশ্যে বলেন, মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে বিজিবি। অত্র এলাকার অসহায়, দুঃস্থ এবং শিক্ষা, চিকিৎসা সহ সকল ক্ষেত্রে বিজিবি সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে । এছাড়াও সকল প্রকার চোরা চালান, মাদকদ্রব্য, অবৈধ ভাবে বনজ সম্পদ ধবংস করা ও পাহাড় কাটা এসব বিষয়ে আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি।