লংগদুতে রেড ক্রিসেন্ট সোসাইটির ফুড প্যাকেজ বিতরণ

511

|| স্টাফ রিপোর্টার ||

মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি জেলা ইউনিটের পক্ষ থেকে ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে লংগদু উপজেলা পরিষদে উক্ত ফুড প্যাকেজ বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোঃ মইনুল আবেদিন।

আরো উপস্থিত ছিলেন- রাঙামাটি জেলা পরিষদের সদস্য আছমা বেগম, লংগদু উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মাৎ আনোয়ারা বেগম, লংগদু উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি তানিয়া আরফোজ হাওয়া প্রমূখ।