লংগদুতে শান্তি বাহিনীর হাতে ‘একই দিনে ৩৫ কাঠুরিয়া গণহত্যা’ দিবস পালিত

152

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি জেলার লংগদুতে শান্তি বাহিনীর হাতে একই দিনে ৩৫ কাঠুরিয়া গণহত্যা স্মরণে শোক দিবস পালিত হয়েছে। শনিবার ৯ সেপ্টেম্বর ৩৫ কাঠুরিয়া হত্যার ২৭তম বার্ষিকী পালন করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। দিবসটি ঘিরে লংগদু উপজেলা পরিষদ মাঠে শোক র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মুনাজাতের আয়োজন করা হয়। নাগরিক পরিষদের লংগদু উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে কাজী মজিব বলেন, পাহাড়ে সংঘটিত গণহত্যাগুলোর দ্বায় সন্তু লারমা এড়াতে পারেন না। তারই নেতৃত্বাধী পাবর্ত্য চট্টগ্রামের সন্ত্রাসী সংগঠন জেএসএস’র সশস্ত্র শাখা শান্তি বাহিনীর হাতে অসংখ্য বর্বরোচিত, নারকীয় ও পৈশাচিক হত্যাকান্ডের শিকার হয়েছে পার্বত্যাঞ্চলের বাঙালিরা। অসংখ্য ঘটনার মধ্যে আজ শনিবার পাবর্ত্য চট্টগ্রামের ইতিহাসে একটি নৃশংসতম বর্বর গণহত্যা দিন, পাকুয়াখালী ট্রাজেডি দিবস।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, মহাসচিব আলমগীর কবির, রাঙামাটি জেলা সভাপতি শাব্বির আহম্মেদ, খাগড়াছড়ি জেলার সদস্য সচিব এসএম মাসুম রানা, লংগদু উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন, পিসিএনপি লংগদু উপজেলা সাধারণ সম্পাদক এবিএস মামুন, সাংগঠনিক সম্পাদক মো: আলমগীর হোসেন, ৩৫ কাঠুরিয়া পরিবারের শহীদ আলালউদ্দিনের সন্তান রাকিব হোসেন, গণহত্যার প্রত্যক্ষদর্শী মো: হাকীমসহ পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি মো: হাবীব আজম, কলেজ আহ্বায়ক শহিদুল ইসলাম, পৌর সভাপতি পারভেজ মোশারফ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বক্তারা উল্লেখ করেন ১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর তৎকালীন শান্তি বাহিনী লংগদু উপজেলার পাকুয়াখালীতে নিরীহ বাঙালি কাঠুরিয়াদের ওপর নিমর্ম নিযার্তনের পর হত্যাকান্ড চালিয়ে তাদের বীভৎস মানসিকতার এক জঘন্যতম জিঘাংসা স্বরূপ উন্মোচন করে।

হাত-পা বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে, দা-দিয়ে কুপিয়ে এবং বন্দুকের বেয়নেট ও অন্যান্য দেশী অস্ত্র দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নানাভাবে কষ্ট দিয়ে হত্যা করেছিল সেদিন অসহায় ওই মানুষগুলোকে। প্রতিটি লাশকেই বিকৃত করে সেদিন চরম অমানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে শান্তিবাহিনী। শোকসভা শেষে ৩৫ জন শহীদ পরিবার ও একজন জীবিত ফিরে আসা মোঃ ইউনুসসহ মোট ৩৬ জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।