লংগদুতে শীতার্তদের মাঝে রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ

351

॥ লংগদু প্রতিনিধি ॥

রাঙামাটির লংগদু উপজেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটি জেলা ইউনিটের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪-ই জানুয়ারী) সকালে লংগদু উপজেলা পরিষদের সম্মুখে রাঙামাটি জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের অন্যতম সদস্য সুলতান মাহমুদ চৌধুরী (বাপ্পা)’র প্রতিনিধিত্বে এবং লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক সরকার ও উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন এর উপস্থিতিতে এবং লংগদু উপজেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের সহযোগিতায় উপজেলার বিভিন্ন স্থানের অর্ধশত দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

এসময় লংগদু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য মীর সিরাজুল ইসলাম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, রাঙামাটি জেলা পরিষদের সদস্য আছমা বেগম, লংগদু উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, লংগদু উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাদেক হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আনিস, বিশিষ্ট তরুণ সমাজ সেবক মোঃ এরশাদ আলী সরকার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।