লংগদুর ঘনমোড়ে ফুটবল ট্যুর্ণামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

314

॥ গোলাম মোস্তফা ॥

রাঙামাটির লংগদু উপজেলার ৫নং ভাসান্যাদম ইউনিয়নের মধ্যম ঘনমোড় সেনা মৈত্রী নিন্ম মাধ্যমিক বিদ্যালয় মাঠে বুধবার বিকালে ঘনমোড় আশার প্রদীপ তরুণ সংঘ আয়োজিত ফুটবল ট্যুর্ণামেন্টের সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ৫নং ভাসান্যাদম ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার ও আশার প্রদীপ তরুণ সংঘের সভাপতি মোঃ শাহজামালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পিএসসিজি আর্টিলারী লেঃ কর্নেল মতিউল ইসলাম (মন্ডল)।
ঘনমোড় আশার প্রদীপ তরুণ সংঘের আয়োজনে ও আশার প্রদীপ তরুণ সংঘের সাধারণ সম্পাদক মোঃ নুরু মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, ৫নং ভাসান্যাদম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হযরত আলী, ৫নং ভাসান্যাদম ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল পিসি, ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ আনোয়ার হোসেন, চট্টগ্রাম প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন মানিক, ঘনমোড় সেনা মৈত্রী নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আশার প্রদীপ তরুণ সংঘের প্রধান উপদেষ্টা মোঃ ইসমাইল হোসেন, ঘনমোড় সেনা মৈত্রী নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কিবরিয়া, আশার প্রদীপ তরুণ সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি নুরে সফিউল্লাহ।

সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আশার প্রদীপ তরুণ সংঘের সিঃসহ-সভাপতি আলি আকবর, যুগ্ম সম্পাদক আব্দুস শুক্কুর, সাধারণ সম্পাদক সোহেল রানা, ক্রিড়া সম্পাদক কাউছার আলম, আল মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাকিব আলম, উপদেষ্টা দেলোয়ার হোসেন মানিক, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠান শেষে অতিথিরা চ্যাম্পিয়ন লংগদু একাদশ ও রানার্সআপ শিলকাটাছড়া একাদশের খেলোয়ারদের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেন।