২১ জানুয়ারি ২০২২, ঢাকা বুরো অফিস, দৈনিক রাঙামাটি
স্টাফ রিপোর্ট: লংগদু উপজেলায় বেশির ভাগ হাট বাজার ও কাচামালের দোকান গুলোতে কমতে শুরু করেছে শীতের সবজির দাম। রাংগামাটি জেলার লংগদু উপজেলার ক্রেতাদের হাতের নাগালের মধ্যে নিত্যপণ্য শীতের সবজিতে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। তবে সরবরাহ কম থাকলে বেড়ে যায় নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম।
লংগদু উপজেলার, মাইনীমূখ বাজার, লংগদু বাজার, করল্যাছড়ি বাজারসহ বেশ কয়েকটি কাঁচাবাজারে ঘুরে দেখা গেছে সপ্তাহের ব্যবধানে সরবরাহ বেড়েছে শীতকালীন সবজি। যেখানে বাঁধাকপি, শিম, ফুলকপি, গাজর, লাউ, কাঁচা টমেটো, পাকা টমেটো, মুলা, বেগুনসহ নানা রকমের সবজিতে বাজার ভর্তি রয়েছে। পর্যাপ্ত সরবরাহ থাকায় আগের সপ্তাহের তুলনায় ৮ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে বিভিন্ন ধরনের সবজির দাম।
কমে এসেছে শীতকালীন জনপ্রিয় সবজি নতুন শিমের দাম। ২০ জানুয়ারী বাজারে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা দরে। আগের চেয়ে কিছুটা সরবরাহ বেড়েছে ফুলকপি ও বাঁধাকপিরও। এতে দামও কিছুটা কমে এসেছে এই সপ্তাহে। বাজার ও আকারভেদে ফুলকপি ২০ থেকে ৩০ টাকা এবং বাঁধাকপি ২০ থেকে ৩৫ টাকা পিস বিক্রি হচ্ছে। এছাড়া বেগুন প্রতি কেজি ৩০ থেকে ৪০ টাকা, মুলা কেজি ১৫ থেকে ২০ টাকা, কাঁচকলা প্রতি হালি ২২ থেকে ২৫ টাকা, লাউ আকারভেদে প্রতি পিস ২০ থেকে ৩০ টাকা, ঝিঙা ২৫ থেকে ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাকা টমেটো বিক্রি হচ্ছে কেজি প্রতি ৩০ থেকে ৪০ টাকা দরে। তবে প্রচুর পরিমানে কাঁচা টমেটোও বাজারে আসতে শুরু করেছে। এসব টমেটোর দাম একটু কম। ২০ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে ২০ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গাজর। তবে পাইকারি বাজার ছাড়া সবকটি খুচরা বাজারেই মরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০থেকে ১০০টাকা দরে। এছাড়া দেশি পেঁয়াজ ৪৫ থেকে৫০ টাকা এবং আমদানী করা পেঁয়াজ ৫০টাকায় বিক্রি হতে দেখা যায়। উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ সবজির বাজার গুলশাখালী চৌমুহনী বাজার, বৈরাগী বাজার, ভাসান্যাদম বাজার, বাইট্রাপাড়া বাজার, বারবুনিয়া বাজারসহ বিভিন্ন বাজারে কমতে শুরু করেছে শীতের বিভিন্ন সবজির দাম।
ক্রেতা ও কাঁচামাল ব্যবসায়ীরা জানিয়েছেন,গত সপ্তাহের তুলনায় পাইকারী দোকান গুলোতে বিভিন্ন সবজির দাম কমার সাথে সাথে উপজেলার বাজারেও কমতে শুরু করেছে বিভিন্ন সবজির দাম। এতে বেশ খুশি ক্রেতারা।
বার্তা প্রেরক- বিপ্লব ইসলাম
লংগদু উপজেলা প্রতিনিধি
সম্পাদনা- শামুল আহসান
ঢাকা ব্যুরো প্রধান, দৈনিক রঙামাটি।