লংগদু স্টুডেন্ট ফোরামের ঈদ পরবর্তী পূর্ণমিলনী ও নতুন কমিটি ঘোষণা অনুষ্ঠান সম্পন্ন

5

।। গোলাম মোস্তফা।।

রাঙামাটির লংগদু স্টুডেন্ট ফোরামের ঈদ পরবর্তী পূর্ণমিলনী ও নতুন কমিটি ঘোষণা অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় রাঙামাটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লংগদু স্টুডেন্ট ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি বাকিবিল্লার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ নুরুল করিম।

অনুষ্ঠানে লংগদু স্টুডেন্ট ফোরামের প্রতিষ্টাতা শফিউল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশীদ, সমাজসেবক ও সংগঠক মোঃ কামাল উদ্দিন, পার্বত্য বাঙালী ছাত্রপরিষদ কেন্দ্রিয় সংসদ ও সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শাহাদাৎ ফরাজি সাকিব, বাংলাদেশ জাতীয়তাবাদি ছাত্রদল সদর উপজেলা শাখা সদস্য সচিব মাহমুদুল হাসান জুয়েল, সমাজসেবক আলমগীর হোসাইন,জেলা ইসলামি ছাত্র আন্দোলনের সভাপতি হোসাইন মল্লিক, ছাত্র অধিকার পরিষদ আহ্বায়ক ওয়াহিদুজ্জামান রোমান, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ, হৃদয়ে ভাসান্যাদম প্রতিষ্ঠাতা মহিউদ্দিন আজাদ প্রমূখ ।

অনুষ্ঠানে লংগদু উপজেলার রাঙামাটি সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং লংগদু স্টুডেন্ট ফোরামের নবনির্বাচিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ৬৮ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে রেজাউল করিম রাজকে সভাপতি, নুরুল আমিনকে সাধারণ সম্পাদক এবং রাকিবুল হাসানকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

এই আয়োজনে অংশগ্রহণকারী সকলেই লংগদু স্টুডেন্ট ফোরামের আগামী দিনের অগ্রযাত্রা ও ছাত্রসমাজের উন্নয়নে নবগঠিত কমিটির প্রতি আশাবাদ ব্যক্ত করেন।