লকডাউন বাস্তবায়নে রাজস্থলী থানা পুলিশের তৎপরতা অব্যাহত

541

|| আজগর আলী খান ||

রাঙামাটির রাজস্থলীতে ৩ ধাপের ২য় দিনে লকডাউন বাস্তবায়নে রাজস্থলী থানা পুলিশের প্রচারণা ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। শুক্রবার (৩০এপ্রিল) সকাল হতে রাজস্থলী থানার এস আই জিকু শীল এর নেতৃত্বে থানা পুলিশের সদস্যদের বাজার এলাকা, নোয়া পাড়া, তাইতংপাড়া, নারামুখ পাড়া, হেডম্যান পাড়া ও ইসলামপুর বাজারে অবস্থান করতে দেখা যায়। যাদের কাছে মাস্ক নেই তাদের মাস্ক পরিয়ে দিচ্ছেন পুলিশ সদস্যরা।

এসময় জরুরী প্রয়োজন ছাড়া কোন যানবাহনকে চন্দ্রঘোনা রাজস্হলী – বাঙ্গালহালিয়া সড়কে প্রবেশ করতে দেয়নি রাজস্থলী থানা পুলিশ এর সদস্যরা। এছাড়া জনসাধারনকে করোনা সংক্রমন প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য আহবান জানানো হয়। বিনা প্রয়োজনে ঘরের বাইরে ঘোরাঘুরি না করা এবং মাস্ক বিহীন বাইরে না যেতে নিষেধ করা হয়। নিয়ম মেনে চলাচল না করলে পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে বলে এস আই জিকু শীল সকলকে সর্তক করে দেন।

এ বিষয়ে ওসি মফজল আহমদ খান জানান, ৩য় দফায় ৭ দিন পর্যন্ত এ লকডাউন অব্যাহত থাকবে। সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত সব কিছু মেনে চলার চেষ্টা করতে হবে। কারন দিনদিন করোনায় আক্রান্তের হার বৃদ্ধি পাচ্ছে। ফলে আমাদের সকলকে সচেতন থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, যেখানে সেখানে আড্ডায় না গিয়ে নিজ নিজ অবস্থান হতে সকলকে সর্তক থেকে নিরাপদ থাকতে হবে।