লক্ষ্মীছড়িতে মৎস্য প্রকল্পের নামে সরকারি অর্থ লোপাট

623

p....4

খাগড়াছড়ি থেকে আল-মামুন- ১০ ফেব্রুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি : লক্ষ্মীছড়ি উপজেলায় মৎস্যচাষ প্রকল্প বাস্তবায়নের নামে সরকারি অর্থ অপচয় করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ২০১৪-২০১৫ অর্থ বছরে বাস্তবায়িত রাঙামাটি জেলা মৎস্য অফিস হতে বাস্তবায়িত পার্বত্য চট্রগ্রাম অঞ্চলে মৎস্য চাষ সম্প্রসারন ও উন্নয়ন প্রকল্পের (৩য়পর্যায়) এর লক্ষীছড়ি উপজেলার মংহলা পাড়া এলাকার একটি প্রকল্পে। প্রকল্প বাস্তবায়নকালীন সময়ে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী এক বারও প্রকল্প পরিদর্শণে আসেননি বলে অভিযোগ করেছেন প্রকল্পের মালিক সাজাই মার্মা নিজেই। সরেজমিনে প্রকল্প এলাকায় গিয়ে দেখা যায় প্রকল্পের কোন চিহ্ন মাত্র নেই, তবে বাঁধ স্থাপনের নামে যা করা হয়েছে তা প্রকল্প অর্থ অপচয়ের নমুনা মাত্র। বাঁধে পাকা সেচ ড্রেইনের বদলে করা হয়েছে তিন ফুট ব্যাসের একটি কাঁচা ড্রেইন।

এদিকে বাস্তবায়ন কারী প্রতিষ্ঠান রাঙামাটি জেলা মৎস্য অফিসের দায়িত্ব প্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী ফারুখ হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ছুটিতে আছি, অফিসে আসলে কথা হবে। প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠান ববি এন্টার প্রাইজের মালিক পক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি। তবে অন্যান্যসব প্রকল্পের মালিকগণ বলেছেন, আমরা প্রকল্পের ঠিকাদার এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কোনোদিন দেখিনি। বিষয়টি ক্ষতিয়ে দেখা দরকার।

পোস্ট করেনন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান