লামায় ‘দেশটাকে পরিস্কার করি’ দিবস পালন

383

॥ লামা প্রতিনিধি ॥

‘পরিবর্তন চাই’ এর উদ্যোগে বান্দরবানের লামা উপজেলায় দ্বিতীয় বারের মত ‘দেশটাকে পরিস্কার করি’ দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরের ময়লা আবর্জনা পরিস্কারের মাধ্যমে দিবসের উদ্ভোধন করেন, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম।

এতে পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন বাদশা, ওয়ার্ড কাউন্সিলর মো. সাইফুদ্দিন, জাহানারা বেগম, সাকেরা বেগম, আবু সালাম, মো. ফরিদ উদ্দিন, মো. ইউছুপ আলী, সাংবাদিকসহ অর্ধশত পরিচ্ছন্ন কর্মী অংশ গ্রহণ করেন। এদিন শহরের প্রধান সড়কসহ বিভিন্ন অলি গলির ময়লা ডাস্টবিনে ফেলে কর্মীরা। এ সময় তারা যেখানে সেখানে ময়লা আবর্জন না ফেলার জন্য উপস্থিত জনসাধারনকে অনুরোধ করছেন।

লামা ব্লাড ব্যাংক ও পৌরসভার সহযোগিতায় আয়োজিত দিবসের পরিচালনার দায়িত্বে ছিলেন, দিবসের লামা উপজেলার টিম লিডার আদনান ইসলাম এবং লামা ব্লাড ব্যাংকের সহযোগি টিম লিডার রুবেল হাসান। এ উপলক্ষে র‌্যালি ও শপথ গ্রহণ শেষে পৌরসভা মেয়র বরাবরে সংস্থার পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়।