লামায় রাবার বাগান কোম্পানির বিরুদ্ধে রাঙামাটিতে মানববন্ধন

215

॥ স্টাফ রিপোর্টার ॥

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের রাবার বাগান কোম্পানির বিরুদ্ধে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পার্বত্য চট্টগ্রাম সচেতন জুম্ম ছাত্র সমাজ এর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এ সময় সরই ইউনিয়নের রাবার বাগান কোম্পানী কর্তৃক ¤্রাে ও ত্রিপুরাদের ভোগ দখলীয় ৪০০ একর জমি বেদখলের প্রতিবাদ এবং দখলকারীদের ভূমি দস্যু আখ্যায়িত করে তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

রাঙামাটি সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেনন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি সুমন মারমা।

এতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক জগদীশ চাকমা, হিল উইমেন ফেডারেশনের সাধারণ সম্পাদক শান্তিদেবী তঞ্চঙ্গ্যা, শিক্ষার্থী মৈংসিং মারমা বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, রাবার বাগানের নামে ¤্রাে ও ত্রিপুরা সম্প্রদায়কে ঐ স্থান থেকে উচ্ছেদ করার পায়তারা চলছে। নানান সময় মামলা-হামলা করে সেখানকার জনগোষ্ঠীকে হয়রানি করা হচ্ছে।

তারা বলেন, রাবার বাগানের লোকজন কীটনাশক ছিটিয়ে সেখানকার প্রাকৃতিক পরিবেশ এবং যে জলজ উৎসগুলো রয়েছে সেগুলো বিপর্যয় ঘটিয়ে খুবই নেক্কারজনক কাজ করেছে। যে কারণে সেখানকার বসবাসকারীরা বিশুদ্ধ পানির সংকটে ভুগছে। আমরা আশংকা করছি যে কোনো মুহুর্তে তারা ভিটেমাটি ছাড়া হতে পারে। অতিদ্রুত এই সমস্যাগুলো সমাধান করে দোষীদের আইনের আওতায় এনে সরকারের কাছে শাস্তির দাবি জানান বক্তারা।