লামা থানার পাশে দূর্ধর্ষ চুরি

477


॥ লামা প্রতিনিধি ॥
বান্দরবানের লামা উপজেলায় এক সাংবাদিকের বাসায় দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রোববার ভোররাতে লামা থানা থেকে মাত্র দুইশ গজ অদূরে পৌরসভা এলাকার বড়নুনারবিল পাড়াস্থ সাহাব উদ্দিনের বাসায় এ ঘটনা ঘটে।

চোরেরা ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় তিন লাখ টাকার মালামাল নিয়ে যায়। গত কয়েক মাস ধরে এলাকায় একের পর এক দোকান, স্কুল-কলেজ, মোটর সাইকেল, বাসা, কবুতর চুরির ঘটনায় স্থানীয়রা আতংকিত হয়ে পড়েছেন। সাহাব উদ্দিন বড়নুনারবিল পাড়ার বাসিন্দা ইমামুল হকের ছেলে ও লাইনঝিরি মোহাম্মদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক।

ভুক্তভোগী সাংবাদিক সাহাব উদ্দিন জানান, রাতের খাবার শেষে প্রতিদিনের ন্যায় ঘুমিয়ে পড়লে রাতের কোন এক সময় চোরেরা ভেন্ডিলেটর দিয়ে ঘরে ঢুকে পড়ে। এ সময় ঘরে রক্ষিত নগদ সাড়ে ১২ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, একটি ল্যাপটপ, ২টি দামি মোবাইল সেট ও ১০ হাজার টাকা মূল্যের দামি কাপড় নিয়ে যায় চোরেরা।

এদিকে, প্রতিদিন উপজেলার কোন না কোন স্থানে চুরির ঘটনা ঘটেই চলছে অথচ পুলিশের কাজে অভিযোগ করেও নিরব দর্শকের ভুমিকা পালন করছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। তারা আরও জানায়, গত কয়েক মাসে বেশ কয়েকটি মোটর সাইকেল, বাসা, স্কুল কলেজ, গৃহস্থের কবুতর চুরি হলেও পুলিশ কোনটিই উদ্ধার করতে পারেনি।

এমনকি এসব উদ্ধার কিংবা চুরির ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে পুলিশের কোন ধরণের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছেনা। ফলে দিন দিন চুরির ঘটনা বেড়েই চলেছে। লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন চুরির ঘটনা শুনেননি বলে জানান।