লিন প্রকল্পের আয়োজনে নানিয়ারচরে বিদ্যালয় ভিত্তিক পুষ্টি মেলা

166

নানিয়ারচর প্রতিনিধিঃ

লিডারশিপ টু এনসিওর এড্ইকুয়েট নিউট্রিশন (লীন) প্রকল্পের আওতায় রাঙামাটির নানিয়ারচরে বিদ্যালয় ভিত্তিক পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুলাই) উপজেলার ঘিলাছড়ি উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেব, রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলান।

নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার মুক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে জেলা শিক্ষা অফিসার মৃদুল কান্তি তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিনিধি ডা. প্রলয় মল্লিক, লীন প্রকল্প পরিচালক জান্নাত নূর, বিদ্যালয় প্রধান শিক্ষক পরিমল চাকমা, স্কুল কমিটির সভাপতি জ্ঞান চাকমা, প্রকল্পের ডিস্ট্রিক ম্যানেজার হিতৈসী খীসা ও উপজেলা কো-অর্ডিনেটর রুনু চাকমা সহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পুষ্টিমেলার আলোচনা শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে শিল্পীরা শিক্ষার্থীদের মাঝে পুষ্টি সচেতনতায় একটি বিশেষ নাটক উপস্থাপন করেন।