লেকার্স পাবলিক স্কুলে প্রিফেক্টদের ব্যাজ পরালেন ব্রিগেডিয়ার ইমতাজ উদ্দিন

107

॥ স্টাফ রিপোর্টার ॥

শিক্ষার্থীদের মাঝে যোগ্য নেতৃত্বের গুনাবলী গড়ে তোলার লক্ষ্যে রাঙামাটির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজে শ্রেণি ভিত্তিক প্রিফেক্ট নির্বাচন করেছে প্রতিষ্ঠানটি। যারা নিজ নিজ শ্রেণিতে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তা নিয়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করবেন। সারাদেশে পরিচালিত ক্যাডেট এবং ক্যান্টেন্টমেন্ট পাবলিক স্কুল ও কলেজগুলোর আদলে নির্বাচিত এই নতুন ক্লাস লীডারদের শপথ ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয় রোববার।

রাঙামাটি সেনা রিজিয়নের অধিনায়ক ও লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন, এনডিসি, পিএসসি রোববার সকালে বিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনাঢ়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত প্রিফেক্টদের ব্যাজ ও উত্তরীয় পরিয়ে দেন। পরে তাদের শপথ বাক্য পাঠ করানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন বলেন, শুধু পড়ালেখা করলেই শিক্ষার্থীরা দেশ চালানোর যোগ্য নেতা হিসেবে গড়ের উঠতে পারবেনা, শিক্ষার্থীদের মধ্যে আদর্শ নেতার গুণাবলী ও মানবিক মূল্যবোধ সৃষ্টি করতে হবে। তিনি নব নির্বাচিত লিডারদের সাহসি ও দায়িত্ববোধ সম্পন্ন নেতা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে বলেন, সময়ানুবর্তিতা- একজন সুশিক্ষার্থীর গুণের বর্হিপ্রকাশ।

অনুষ্ঠানে নব নির্বাচিত প্রিফেক্ট, ডেপুটি প্রিফেক্ট, হাউজ প্রিফেক্ট ও ক্লাব প্রিফেক্টদের একযোগে ব্যাজ পরানো হয়। এসময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর মীর সোহান প্রিফেক্ট নির্বাচনের নীতিমালা ও গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাঙামাটি সদর জোনের কমান্ডার লে: কর্নেল এরশাদ হোসেন চৌধুরী পিএসসি, জোন উপ- অধিনায়ক মেজর রায়হান, ৩০৫ পদাতিক ব্রিগেডের ব্রিগেড মেজর মো: শফিকুল ইসলাম, পিএসসি, ক্যাপ্টেন পারভেজ হোসেনসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের ক্যাডেট কলেজ ও সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠানসমূহে সাধারণত প্রতিষ্ঠানের সেরা শিক্ষার্থীদের প্রিফেক্ট হিসেবে নির্বাচন করা হয়। এবছর লেকার্সের ষষ্ঠ হতে একাদশ শ্রেণির ২৯ জন শিক্ষার্থীকে এই মর্যাদা দিয়ে র‌্যাংক ব্যাজ প্রদান করা হয়।